ঠাকুরগাঁয়ে বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের স্বাস্থ্যসেবা দিতে এবং সহায়তার লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার অনলাইন জুম প্লাটফর্মে হেল্প সেন্টার উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
‘আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগানে জেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া ও ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মনসুর আলী, সাধারণ সম্পাদক এনটিভি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু।
এ ছাড়া বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নূর চৌধুরী, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।
বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়াল সভার শেষ পর্যায়ে সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় জেলা, সদর উপজেলা, পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির কার্যালয়ে অবস্থিত করোনা হেল্প সেন্টারে এখন থেকে প্রতিদিন যেকোনো করোনায় আক্রান্ত রোগী বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সহায়তায় এ করোনা হেল্প সেন্টারে মির্জা ফখরুলের পক্ষ থেকে ১৪টি অক্সিজেন সিলিন্ডার, একটি ভারী অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, করোনা রোগীদের জন্য এন্টিবায়োটিকসহ নানা প্রয়োজনীয় ওষুধের ২০টি বক্স এবং সেনিটাইজার ও অন্যান্য প্রযোজনীয় জিনিসপত্র দেওয়া হয়।
এ ছাড়া সেবার মান নিশ্চিত করতে এ হেল্প সেন্টারের হট লাইন নম্বর হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে।
এখান থেকে রোগীরা কনসেন্ট্রেটর মেশিনের সহযোগিতা, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার, রোগীদের চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধপত্র বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।