তরুণীকে ধর্ষণ ও বাবাকে পেটানোর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণ এবং তাঁর বাবাকে রড দিয়ে পেটানোর ঘটনার প্রধান আসামি শামীম আহমদকে ব্রাহ্মণবাড়িয়ার বেলতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী (মিডিয়া কর্মকর্তা) জানান, তিন দিন ধরে অবস্থান পরিবর্তন করছিল শামীম আহমেদ। অবশেষে আজ ব্রাহ্মণবাড়িয়ার বেলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুরের গুতগাঁওয়ে বখাটেরা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া ওই তরুণীকে নানাভাবে যৌন নিপীড়ন করছিল। বখাটের ভয়ে ওই তরুণী বাড়ি ছেড়ে নবীগঞ্জ উপজেলার অভয়নগরে লুকিয়েছিলেন। তরুণীকে বাড়ি না পেয়ে গত সোমবার রাত ১টায় বাড়িতে ঢুকে তাঁর বাবাকে ধরে নিয়ে গিয়ে বেধরক মারপিট করে তারা।
এই ঘটনায় তরুণী বাদী হয়ে তাঁকে ধর্ষণ ও বাবাকে মারধরের অভিযোগে জগন্নাথপুর থানায় মামলা করেন। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ বখাটে গ্রেপ্তার করে। গত বুধবার বিকেলে পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।