‘তিনদিন পর রংপুরে পৌঁছাতে পেরেছি’
গণপরিবহণ ধর্মঘটসহ পথে পথে বিভিন্ন বাধার পরও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ মোট নয়টি দাবিতে রংপুরে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। আজ শনিবার দুপুর দুইটায় শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গত রাত থেকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আরাফাত বলেন, ‘রাস্তার মধ্যে পুলিশের ব্যারিকেড ছিল। আমরা সব বাধা অতিক্রম করে সমাবেশস্থল পর্যন্ত এসেছি। পুলিশ বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের সঙ্গে লোকজন ছিল, জনসমর্থন ছিল, সেজন্য আটকাতে পারেনি।’
ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের নির্যাতনের শিকার হইতেছিলাম। বহু কষ্ট করে আমরা তিনদিন ধরে আমাদের রংপুর বিভাগে এসে পৌঁছাতে পেরেছি। আমাদের নেতাকর্মীরা শুকনা চিড়া খেয়ে রাস্তায় পড়ে আছে। এই জুলুম আওয়ামী লীগের বেড়িবাঁধ ভেঙে বালুর বাঁধে রূপান্তরিত করবে বাংলাদেশের জনগণ।’
পুলিশ বাধা দিয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আমাদের কোনো বাধা দেয়নি। কিন্তু, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে।’