থানায় সালিশে মীমাংসা, গেটের সামনে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার গেটের সামনে ইসরাফিল মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত জবান আলী মোল্লার ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য আজ শুক্রবার থানা চত্বরে সালিশের আয়োজন করা হয়। সালিশে বিষয়টি সমাধান করা হয়।
পরে উভয়পক্ষ ফিরে যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান এক পক্ষের হয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এরপর ইসরাফিল হোসেনকে পিটিয়ে আহত করে। স্বজনরা তাঁকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ‘পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আমরা অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’