দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জের বাঘেরকোনা গ্রাম থেকে শান্তিগঞ্জগামী মোটরসাইকেলকে শান্তিগঞ্জ বাজারের পার্শ্ববর্তী পাগলাবাজারে চাপা দেয় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক (সিলেট মেট্রো ড-১১০১৩৬)। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জিয়াউর রহমানের (৪০) মৃত্যু ঘটে। জিয়াউরের বাড়ি উপজেলার ডুংরিয়া গ্রামে।
গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মিন্টু বিশ্বাসকে (২৮) ছাতকের কৈতক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলার জয়কলস গ্রামে মিন্টু বিশ্বাসের বাড়ি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মিয়া জানান, ট্রাকের চাপায় দুজনের মৃত্যু ঘটেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।