দিনাজপুরের বিরলে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
দিনাজপুরের বিরল উপজেলার মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বিরল থানার ওসি নাসিম হাবিব শেখ জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার দেওয়ানজী দীঘি মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
নিহতেরা হলেন, ফরাক্কাবাদ ডাংগাপাড়ার আনোয়ার হোসেন, মামুন ও নাজু। নিহতেরা দিনাজপুর শহরের একটি দোকানে গ্রিলের কাজ করতেন। কাজ শেষে তাঁরা মোটরসাইকেলে করে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। ঘন কুয়াশা দুর্ঘটনার কারণ বলে মনে করেন ওসি নাসিম হাবিব শেখ।