দিনাজপুরে করোনায় দুজন ও উপসর্গে ছয়জনের মৃত্যু
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। অপর ছয়জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৩৮ শতাংশ।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, দিনাজপুরে ঢিলেঢালাভাবে চলছে কঠোর বিধিনিষেধ। প্রথম দুদিন কঠোরভাবে বিধিনিষেধ চললেও এখন মানুষ গুরুত্ব দিচ্ছে না। প্রয়োজনে-অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছে অনেকে। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানাও করা হয়েছে। এ ছাড়া, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী টহল দিচ্ছে।