দিনাজপুরে করোনায় মৃত্যের সংখ্যা ১৯০ ছাড়াল, শনাক্ত ১৪২
গত ২৪ ঘণ্টায় দিনাজপুর করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪২ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৭৬ শতাংশ। আজ শনিবার পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৯০ জনের।
আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, জেলার একমাত্র কোভিড হাসপাতালে সিট না থাকায় রোগীদের ভোগান্তি বেড়েছে। গুরুতর রোগী ছাড়া হাসপাতালে ভর্তি নিচ্ছে না। বাসায় চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীর রয়েছে ২১০ জন।
দিনাজপুরে ঢিলেঢালাভাবে লকডাউন পালিত হচ্ছে। রাস্তায় লোকজন দেখলে বোঝার উপায় নেই যে, লকডাউন চলছে। লকডাউন পালনের ব্যাপারে মানুষ সচেতন হচ্ছে না। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জেলার প্রধান সড়কসহ পাড়া-মহল্লায় সড়কসহ বিভিন্ন জায়গায় পুলিশ, বিজিবি, আনসারসহ ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। অকারণে বাড়ি থেকে বের হলে জরিমানা গুনতে হচ্ছে।