দিনাজপুরে করোনায় ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু
দিনাজপুরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া দিনাজপুরে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় পাঁচ হাজার ৯৪৮ জনের করোনা শনাক্ত হলো। অন্যদিকে, নতুন করে আরও ২০ জনসহ এখন পর্যন্ত পাঁচ হাজার ৫২২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ এ তথ্য জানিয়েছেন।
ডা. আবদুল কুদ্দুছ জানান, গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত আরটি পিসিআর ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজার ৯৪৮ জনে। নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে সদর উপজেলারই ১৫ জন। এ ছাড়া গতকাল শনিবার আক্রান্তের হার ১৭ দশমিক ২৯ শতাংশ।
সিভিল সার্জন আরও জানান, দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে জেলায় করোনা প্রতিরোধবিষয়ক কমিটির বৈঠক হয়েছে। আমরা দু-একটি উপজেলাকে কঠোর লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণাপত্র জারি করা হতে পারে বলে জানান তিনি।