দিনাজপুরে করোনায় ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, লকডাউন বাড়ল এক সপ্তাহ
দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। জেলার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাঁদের মৃত্যু হয়। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫২ জনের। এর মধ্যে ১২৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৮০ শতাংশ। সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, করোনার এই ঊর্ধ্বগতির কারণে দিনাজপুরে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। প্রথম দফার লকডাউন আজ সোমবার রাত ১২টা পর্যন্ত জারি করা হয়েছিল। এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি এই লকডাউনের ঘোষণা দেন।
এদিকে, দিনাজপুর সদরের সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কঠোর নজরদারির মধ্যে তাদের সার্বিক দায়িত্ব পালন করছেন। তবে, পাড়া-মহল্লাগুলোতে দিন দিন করোনা পজিটিভ রোগীর সংখ্যা বাড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার নজির দেখা যাচ্ছে না। তারা অবাধে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছে। সাধারণ মানুষ লকডাউনকে তোয়াক্কা না করে নানা অজুহাতে শহরে প্রবেশ করছে। ফলে করোনায় আক্রান্তের শঙ্কা থেকেই যাচ্ছে।
এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন আলাদাভাবে লকডাউন পর্যবেক্ষণ করছে।