দিনাজপুরে করোনা-উপসর্গে ৭ জনের মৃত্যু
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন এবং করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ এই সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০ জন। ২৪ ঘণ্টায় ৩০২টি নমুনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হয়েছে ৭২ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ৮৪ শতাংশ।’
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড নেই। একটি বেডের জন্য করোনা আক্রান্তরা ছোটাছুটি করছে। এই দুই হাসপাতালে মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ২০৫ জন।
এদিকে, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, ‘দিনাজপুরে মানুষজনের মধ্যে করোনার কোনো ভয় নেই। সরকারি বিধিনিষেধ কেউ মানছে না। পুলিশ, জেলা প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থা কোনোভাবেই কঠোর বিধিনিষেধ মানাতে পারছে না। দিনাজপুর শহরের দৃশ্য দেখলে মনে হবে, জেলায় কোনো করোনা নেই। শহরজুড়ে অটো রিকশা, ভ্যান-দোকানপাট খোলাসহ ছোটখাটো যান চলাচল করছে। ব্যবসায়ীদের দোকান খোলা নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। পুলিশ-ম্যাজিস্ট্রেট চলে গেলেই আবারও দোকানের শার্টার খুলে ব্যবসা করছে দোকানদাররা।’
পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, ‘জনগণ সচেতন না হলে প্রশাসনের পক্ষে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রতিদিনই সংক্রমণ ও করোনায় মৃতের সংখ্যা বাড়ছে।’