দিনাজপুরে খামার স্থাপনে তরুণরা পেল মৌবাক্স
দিনাজপুর সদরে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার উৎসাহ দিতে তরুণদের দেওয়া হলো মৌবাক্স। আজ মঙ্গলবার সকালে মধু চাষে সহযোগিতার অংশ হিসেবে এসব মৌবাক্স দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব বাক্স তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল মুঈদ। তরুণদের অংশগ্রহণে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে জাগো যুব সংঘের’ সভাপতি মোসাদ্দেক হোসেনের হাতে এ বাক্স তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম পর্যায়ে ১০টি ও পরে উপজেলা প্রশাসন চত্বরে মধুচাষে আগ্রহী আরও পাঁচজন উদ্যোক্তাকে এসব বাক্স হস্তান্তর করা হয়।
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে জাগোর সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, ‘দিনাজপুর জেলাকে মধুর জেলা হিসেবে পরিচিতি করতে যুব সমাজকে এ কাজে সম্পৃক্ত করা হচ্ছে। ইতোমধ্যে আমরা সরকারি সহযোগিতা পেতে শুরু করেছি। ভবিষ্যতে আমাদের সংগঠনের পরিকল্পনা অনুযায়ী সব কার্যক্রম চালানো হবে।’
এ বিষয়ে ইউএনও মর্তুজা আল মুঈদ বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। পর্যায়ক্রমে খামার স্থাপনে উৎসাহী এসব তরুণদের প্রশিক্ষণের আওতায় এনে সংশ্লিষ্ট সব রকম সহযোগিতা করা হবে। এতে করে নতুনরা এসব কার্যক্রমে এগিয়ে আসার উৎসাহ পাবে।’