দিনাজপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
দিনাজপুরের নবাবগঞ্জে গাছের সঙ্গে ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
নিহতেরা হলেন—একই উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলে করে তিন জন নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ ব্রিজের দিকে যাচ্ছিলেন। আলমনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা ছিটকে খাদে পড়ে যান।
গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।
ওসি ফেরদৌস বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’