দিনাজপুরে চার হাত-পা নিয়ে শিশুর জন্ম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি ক্লিনিকে চার হাত-পা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। শিশুটি দুধ পান করছে এবং সুস্থ রয়েছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে ছেলেশিশুটির জন্ম হয়।
শিশুটি জেলার কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে।
জানা গেছে, গোলাম রব্বানীর পরিবার খুব অসহায় ও দরিদ্র অবস্থায় জীবন যাপন করে আসছিলেন। এ দম্পতির ছয় বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে। রব্বানী পেশায় একজন দিনমজুর। এর মধ্যে চার হাত-পা নিয়ে এই সন্তান জন্মগ্রহণ করে। এতে তাঁর পরিবার খুবই অসহায় অবস্থায় আছে। ফলে এ দম্পতি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
পাশাপাশি অস্বাভাবিক শিশুটির জন্ম নেওয়ায় তাঁর পরিবারের সমস্যা বিবেচনা করে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কাহারোল উপজেলা প্রশাসন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
শিশুটির বিষয়ে জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, ‘অটিজম ও জিনগত কারণে এ ধরনের জন্মগত ত্রুটি হয়। এ ছাড়া গর্ভনিরোধক পিল কিংবা চিকিৎসকের পরামর্শ ব্যতিত উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবনে এ ধরনের ঘটনা ঘটে।’
সিভিল সার্জন আরও বলেন, ‘সার্জারির মাধ্যমে শিশুটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।’