দিনাজপুরে ট্রাকচাপায় ২ ভ্যানযাত্রী নিহত, ভ্যানচালক গুরুতর আহত
দিনাজপুরের বীরগজ্ঞ উপজেলার হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় একটি ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানটির চালক।
দিনাজপুর দশমাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সফিউল ইসলাম জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় দিনাজপুরের বীরগজ্ঞ উপজেলার হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে বীরগজ্ঞ-ঠাকুরগাঁও মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ভ্যানচালক আহত হন।
নিহতেরা হলেন—বীরগজ্ঞ উপজেলার ভোগনগর ইউনিয়নের ঝুলাউডা গ্রামের আব্দুল বাসেদ(৬০) এবং ঠাকুরগাঁও জেলার চন্ডিপুরের উত্তর গডেয়া গ্রামের বাচ্চু (৫০)। নিহতদের লাশ বীরগজ্ঞ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আহত ভ্যানচালকের নাম আলতাফুর (২৩)। তাঁকে গুরুতর অবস্থায় বীরগজ্ঞ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ট্রাকচালক পালিয়ে গেছে এবং ট্রাকটি জব্দ করে বীরগজ্ঞ থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।