দিনাজপুরে ট্রাক্টর উল্টে ধানের বস্তায় চাপা পড়ে যুবক নিহত
দিনাজপুর সদর উপজেলায় ট্রাক্টর উল্টে বোঝাই করা ধানের বস্তায় চাপা পড়ে মেঘনাথ (২০) নামের এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় মানিক (২৬) নামের আরেক যুবক গুরুতর আহত হন। উপজেলার গোপালগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেঘনাথ দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের কর্নাই এলাকার বাংরু নাথের ছেলে। আহত মানিক একই এলাকার সুরেশের ছেলে। তাঁরা দুজনই পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় একটি ট্রাক্টর ১২০ বস্তা ধান বোঝাই করে অটো রাইস মিলে যাচ্ছিল। অন্যদিকে, মেঘনাথ ও মানিক রাতের কাজ শেষ করে সাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। এর মধ্যে গোপালগঞ্জ বাজার এলাকায় পৌঁছানোর মুহূর্তে ওই ট্রাক্টরটি উল্টে যাওয়ায় ধানের বস্তার নিচে চাপা পড়েন তাঁরা।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেঘনাথকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘এরই মধ্যে ধানবোঝাই ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। এ ছাড়া ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।’