দিনাজপুরে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রাণীরবন্দরে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাসিন্দা ট্রাকচালক বাদল ইসলাম (৩৫) ও দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা ট্রাক্টরের হেলপার এরশাদ আলী (৩০)।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী এ সংবাদ নিশ্চিত করেছেন।
ওসি জানান, রানীরবন্দর কলেজ মোড় এলাকায় ইছামতি ডিগ্রি কলেজ গেটের সামনে গাছের গুঁড়ি বহনকারী একটি ট্রাক্টেরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।
ওসি আরও জানান, আহত অবস্থায় ট্রাকের হেলপার ও ট্রাক্টরের হেলপারকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের হেলপার এরশাদ আলীর মৃত্যু হয়।