দিনাজপুরে প্রাচীন বৌদ্ধ বিহারের সন্ধান লাভ
দিনাজপুর জেলার পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের ধাপেরবাজারে প্রায় দেড় একর এলাকাজুড়ে থাকা ঢিবি খনন করে প্রাচীন বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে।
এ পর্যন্ত খননে বর্গাকার এই বৌদ্ধ বিহারে নয়টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ, কেন্দ্রীয় মন্দির ও বিহারাঙ্গনের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া মৃৎপাত্র, বিভিন্ন ধরনের মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরো, টিসি বল ও প্রাণীর হাড়ের মতো প্রত্নবস্তু পাওয়া গেছে।
গবেষক দলের নেতৃত্বে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সোহাগ আলী জানান, বৌদ্ধ বিহারের নিদর্শনগুলো এখানে পাওয়া গেছে। খনন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হলে এর নির্মাণ সময়কাল নিশ্চিত করা সম্ভব।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিদর্শনটিকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এই খনন প্রক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগের ১০ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অর্থায়নে প্রভাষক সোহাগ আলীর নেতৃত্বে গত ফেব্রুয়ারি মাস থেকে মহাস্থান গড়ের আটজনসহ ২০ শ্রমিক ঢিবির খননকাজ করছে।
বৌদ্ধ বিহারটির নির্মাণকাল পঞ্চম থেকে সপ্তম শতাব্দীতে বলে ধারণা করা হচ্ছে। পুরো খননকাজ হলে রেডিও র্কাবন ডেটিংয়ের মাধ্যমে প্রকৃত নির্মাণকাল নিশ্চিত হওয়া যাবে।