দিনাজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা
স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের প্রখ্যাত চিকিৎসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এম আমজাদ হোসেনের নেতৃত্বে দিনাজপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার চিরিরবন্দরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগও পায় রোগীরা।
দিনাজপুর চিরিরবন্দর আমেনা বাকী কলেজ প্রাঙ্গণে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অধ্যাপক ডা. আমজাদ হোসেনসহ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেন। এদের মধ্যে ছিলেন এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অর্থপেডিক সার্জন ডা. সৈয়দ নাদের হোসেন, অর্থপেডিক সার্জন ডা. মো. আবু জাকের হোসেন সরকার, নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোমিনুল হক, মেডিসিন বিশেষজ্ঞ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম, সহযোগী অধ্যাপক ডা. এ. এস. এম মহিউদ্দীন সিরাজী, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও গাইনি বিশেষজ্ঞ ডা. মুনমুন ইসলাম, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আরজু শামিমা রহমান, নিউরো সার্জন ডা. সারওয়ার মুর্শেদ আলম, শিশু বিশেষজ্ঞ ডা. শেখ ফরিদ আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. হারিসুর রহমান হিরু, সার্জারি বিশেষজ্ঞ ডা. সন্দীপন চক্রবর্তী প্রমুখ।
মেডিকেল ক্যাম্প চলাকালীন চিকিৎসক অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন রোগী দেখার পাশাপাশি ক্যাম্পের সার্বিক কার্যক্রম তদারকি করেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে দিনাজপুরসহ আশেপাশের জেলার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসহ প্যাথলজি সেবাও দেওয়া হয়।
ক্যাম্পে আগত আন্ধারমুহা গ্রামের রইসুল ইসলাম বলেন, ‘আমার পেটের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা করছি। অর্থের অভাবে বড় ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ ডাক্তার আমজাদ হোসেনের এ মেডিকেল ক্যাম্পের সুবাদে বড় ডাক্তার বিনা পয়সায় দেখাতে পারলাম। এতে আমি অনেক খুশি।’
এদিকে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নন্দুনেফরা গ্রামের কিশোর রায় জানান, বেশ কিছুদিন আগে গাছ থেকে পড়ে হাত ভেঙেছিল। স্থানীয় কবিরাজের চিকিৎসায় হাতের হাড় বাঁকাভাবে জোড়া লাগে। এটি ঠিক করতে অনেক টাকা লাগবে বলে আমি ডাক্তারি চিকিৎসা করার সাহস পাচ্ছিলাম না। আজ বিনা পয়সার এ ক্যাম্পে এসে মেডিকেলের অধ্যক্ষকে দেখিয়ে চিকিৎসা নিয়ে আমি অনেক আনন্দিত।’
এ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ও এবি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জয়ন্ত কুমার রায়।