দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উচিতপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে। এ ছাড়া আরও দুজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরের উচিতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পার্বতীপুর উপজেলার হরিরামপুরের বাসিন্দা উত্তম (৩৫), তাঁর স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্ণব (৭) ও ভাতিজা অপূর্ব (৭)। আহতরা হলেন—নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের পলাশ (৩৬) ও জ্যোতিকা (৫০)।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ‘আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাই কাউকে আটক করা যায়নি।’