দিনাজপুরে বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত
দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় নাতির বাড়ি বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন নানি। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম মুসলিমা খাতুন (৭০)। তার বাড়ি সদর উপজেলার পুলহাট গ্রামে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আজ বেলা ১টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় মুসলিমা খাতুন নামের একজন নিহত হয়েছেন। তিনি নাতি নুরুজ্জামানের বাসায় বেড়াতে এসেছিলেন। অটোরিকশা থেকে নেমে নাতির বাসায় যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি দিনাজপুর থেকে ফুলবাড়ী যাচ্ছিল।
ওসি আরও জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এক ঘণ্টা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।