দিনাজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে শুভজিৎ (২০) ও প্রীতম (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ সময় অনিক নামের আরো এক যুবক আহত হন। হতাহতেরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। উপজেলার ভাগলপুর নামক স্থানে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
নিহত দুজনের মধ্যে প্রীতম কুড়িগ্রামে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন। হতাহতেরা সবাই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা।
ওসি জানান, শুভজিৎ, প্রীতম ও অনিক গতকাল বৃহস্পতিবার রাতে একটি মোটরসাইকেলে করে মধ্যপাড়া থেকে ফুলবাড়িতে যাচ্ছিলেন। এ সময় তাঁরা ভাগলপুর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শুভজিৎ নিহত হন। এ ছাড়া আহত হন প্রীতম ও অনিক।
পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে প্রীতমও মারা যান। অন্যদিকে, আহত অনিক রমেক হাসপাতালে চিকিৎসাধীন।