দিনাজপুরে ৩০০০ ইয়াবাসহ আরিফা গ্রেপ্তার
দিনাজপুর জেলার সদর উপজেলার ডালিয়াপাড়া উমর পাইল এলাকায় বাসে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ আরিফা বেগম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে সহকারী পরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোর্সের মাধ্যমে তারা জানতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের একটি বাসে এক মহিলা যাত্রী ইয়াবা নিয়ে আসছেন। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল রাতে ডালিয়াপাড়া উমর পাইল (সিয়াম ফিলিং স্টেশনের সামনে) এলাকায় বাসটি থামায়। পরে মহিলা সিপাহি দিয়ে বাসযাত্রী আরিফা বেগম (৪৯) নামে ও বাসযাত্রীর দেহ তল্লাশি করলে তার কাছে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আরিফা বেগমকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, দিনাজপুর সদরের ভাটপাড়া এলাকার মো. শাহাজান সরকা (কবিরাজ)-এর স্ত্রী মোছা. আরিফা বেগম দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। তিনি ওই এলাকায় মাদক সম্রাজ্ঞী আরিফা নামে পরিচিত। তিনি সুকৌশলে এক স্থান থেকে অন্য স্থানে মাদক সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দুটি নিয়মিত মামলা রয়েছে।