দিনাজপুরে ৪৮ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু
দিনাজপুরে গত ৪৮ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় তিনজন ও বিরামপুর উপজেলায় দুজন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৩ জনে। আজ রোববার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ তথ্য জানয়েছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, সীমান্ত জেলা দিনাজপুরে দিন দিন করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ সন্ধ্যায় করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, জেলায় দিন দিন সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় লকডাউন দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দিনাজপুরের হিলি ও বিরল স্থলবন্দরের কারণে করোনার ভারতের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরাও পড়েছে। জনসমাগম স্থলগুলোতে সাধারণ মানুষ কোনোভাবেই সামাজিক ও শারীরিক দূরত্ব না মানায় করোনা প্রতিরোধ কমিটি চিন্তিত হয়ে পড়েছে। তিনি আরও জানান, লকডাউন ঘোষণার প্রস্তুতি চলছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪০টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ৪৫ জন। শনাক্তের হার ৩২.১৪ শতাংশ।