দিনাজপুর লকডাউনের চতুর্থ দিন, আজ শনাক্ত ৯৩ জন
দিনাজপুরে লকডাউনের আজ চতুর্থ দিন চলছে। আজ শুক্রবার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৩ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৯৬টি। শনাক্ত হয়েছে ৯৩টি। শনাক্তের হার ৪৭ দশমিক ৪৪ শতাংশ। শুরুতে লকডাউন ঢিলেঢালা হলেও গতকাল বৃহস্পতিবার তিনজন মারা যাওয়ায় সদরে লকডাউন কড়াকড়ি করা হয়। গতকাল পর্যন্ত মোট করোনায় মারা গেছে ১৪৭ জন। বর্তমানে জেলায় মোট করোনা রোগী রয়েছে ৯০৩ জন।
করোনা বৃদ্ধি পাওয়ায় এম আব্দুর রহীম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার কেরোনিা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছে। রোগীর সংখ্যাও বেড়েছে অনেক। আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবসা অপ্রতুল্য।
দিনাজপুর সিভিল সার্জন ড. আব্দুল কুদ্দুছ জানান, রোগীর চাপ বাড়লে চিকিৎসাসেবা ব্যাহত হবে। সদর হাসপাতালে মাত্র করোনা ৩০ বেড রয়েছে। লকডাউনে শনাক্তের হার ও মারা যাওয়ার সংখ্যা না কমলে আমরা আরও বিপদে পড়ব।
দিনাজপুর সদরে লকডাউনে সাতটি পয়েন্টে পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা তল্লাশিসহ সার্বিক দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন আলাদা আলদাভাবে পর্যবেক্ষণ করছেন।