দুটি চেতনা নিয়ে এ দেশ স্বাধীন হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দুইটি চেতনা নিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। একটি আমরা স্বাধীন দেশের নাগরিক হব, অপরটি দেশে অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করতে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
আজ শনিবার দুপুরে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর-গোপালগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস ও মেহেরপুর-রাজশাহী রুটে দুটি বাস সার্ভিসের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, তরুণরা যাতে গোপালগঞ্জ গিয়ে বঙ্গবন্ধু সম্পর্কে সরাসরি জানতে পারে, দেশের ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে, সেই লক্ষে মেহেরপুর-গোপালগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মেহেরপুর-রাজশাহী রুটে একটিমাত্র বিআরটিসির বাস চালু রয়েছে। অথচ প্রতিদিন শত শত রোগী রাজশাহী মেডিকেলে যাচ্ছে। তাদের সুবিধার্থে আরো দুটি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।