‘দুর্নীতির সুযোগ তৈরি করা যাবে না’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন, ‘তথ্য গোপন করে দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়ার কোনো সুযোগ এখন আর নেই। হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ, জলমহাল, বালুপাথর মহাল সবকিছুরই তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওয়েবসাইটে দেখাতে হবে। অপরাধ যাতে না হয়, সেজন্য আগে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। অপরাধ সংগঠিত হওয়ার পর অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনার চেয়ে দুর্নীতি করার আগে দুর্নীতিবাজ যাতে তৈরি না হয়, সেটি করতে পারলে দেশ, সমাজ, ব্যক্তি সবার জন্যই ভালো হয়।’
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায় দুদক সচিব এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, রাজনীতিক এনামুজ্জামান চৌধুরী, অধ্যক্ষ শেরগুল আহমদ, সাংবাদিক পঙ্কজ দে, বিজন সেন রায় প্রমুখ।
এর আগে দুদক সচিব জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভা শেষে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর উদ্বোধনের মধ্য দিয়ে ৮৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্টোরের উদ্বোধন করেন।