ধামরাইয়ে বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক
ঢাকার ধামরাই উপজেলায় নিপা আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধামরাই পৌরসভার আমবাগান এলাকায় একটি বাড়ি থেকে আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শরিফুল ইসলাম খান ও শ্বশুর নজরুল ইসলাম খানকে আটক করেছে পুলিশ।
নিহত নিপা আক্তার মানিকগঞ্জের শিবালয় থানাধীন পাইপাড়া গ্রামের সবজাল মির্জার মেয়ে।
আজ সকালে লাশ উদ্ধারের পর নিহত নিপা আক্তারের বাবা সবজাল মির্জা সাংবাদিকদের জানান, যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে প্রায়ই নির্যাতন করা হতো। সবশেষ দুই লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলেও দাবি করেন তিনি।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আজ সকালে নিপা নামের ওই গৃহবধূর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এরপর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা করা হয়েছে।