নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ডেলিভারিম্যান নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় মালবাহী অটোচার্জার নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ হাসান প্রান্ত (২৫) নামের এক ডেলিভারিম্যান নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জাহিদ হাসান প্রান্ত নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
বদলগাছী থানা সূত্র জানায়, আজ দুপুরে অটোচার্জারে করে নওগাঁ থেকে দুটি কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য বদলগাছী উপজেলার পারসোমবাড়ী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলাশবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামের বুন্দাগাড়ী তিনমাথা মোড়ে মালবাহী অটোচার্জারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন জাহিদ হাসান প্রান্ত। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদ নিজেই অটোচার্জার নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফন সম্পন্ন করার অনুমতিসহ মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।