নজমুল হুদা মিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
গুণী চলচ্চিত্র নির্মাতা নজমুল হুদা মিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২ জুন)। ২০১৯ সালের আজকের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে মারা গান তিনি (৭৭)।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘নিরীহ গোছের ভালো মানুষ ছিলেন তিনি। ভালো সংগঠক হিসেবে পরিচিত রয়েছে তাঁর। তিনি একাধিকবার চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সফলভাবে। নির্মাতা হিসেবে তিনি বাংলাদেশে সুপরিচিত। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। সবাই দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাতবাসী করেন।’
নজমুল হুদা মিন্টু ১৯৪২ সালের ৫ ডিসেম্বর নওগাঁ জেলার শান্তাহারে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত, মুস্তাফিজ পরিচালিত ‘তালাশ’ ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রের সঙ্গে জড়ান তিনি।
‘সূর্য ওঠার আগে’ তাঁর প্রথম নির্মিত চলচ্চিত্র। এরপর ‘চৌধুরী বাড়ী’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে জবরদস্ত’, ‘মৌসুমি’, ‘ভণ্ড প্রেমিক’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করেন। এ ছাড়া ‘ভালোবাসার মানুষ’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন এই পরিচালক।
নজমুল হুদা মিন্টুর এক ছেলে নাদিম ও এক মেয়ে নুসরাত, তাঁরা স্থায়ীভাবে লন্ডনে বসবাস করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লন্ডনে তাঁর ছেলেমেয়ের কাছেই ছিলেন। পরিচালক সমিতির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।