নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে এসে ডুবুরির মৃত্যু
দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবককে উদ্ধার করতে এসে অসুস্থ হয়ে আব্দুল মতিন (৩৯) নামের একজন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল মতিন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার কান্তনগর মন্দির থেকে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুরে নেওয়ার সময় গতকাল শুক্রবার নশিপুরের সুদম দেব শর্মা (২৫) নামের এক যুবক ঢেপা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজ সুদমকে উদ্ধারে আজ শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নশিপুরের ঢেপা নদীর ঘাটে আসে। এ সময় ডুবুরি দলের ওই সদস্য নদীতে নামার পর অসুস্থ বোধ করে। এ সময় তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে, নশিপুরে ঢেপা নদীতে ডুবে যাওয়া সুদম দেব শর্মার লাশ এখনও উদ্ধার হয়নি।