নরসিংদীতে কলেজছাত্র হত্যায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ
নরসিংদীর মনোহরদীতে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনার তিন দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ হয়নি। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ক্লু পাওয়া গেছে। খুব শিগগিরই জড়িতরা আইনের আওতায় আসবে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ, র্যাবসহ আইনসশৃঙ্খলা বাহিনির সদস্যরা কাজ করছেন।
গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়া পাড়ায় রূপচাঁন মিয়ার বাড়ির খড়েরগাদার নিচ থেকে মিঠুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে রাতেই সিরাজগঞ্জ থেকে মিঠু হোসেনের পরিবারের সদস্যরা মনোহরদী থানায় আসেন। রাত ১২টার দিকে পুলিশের কাছে থাকা ছবি দেখে লাশ শনাক্ত করেন মিঠুর বড় বোন মিনু আক্তার। অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগে ওই রাতেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহত মিঠুর বড় বোন মিনু আক্তার।
নিহত মিঠু হোসেনের পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ৫০ বার মিঠুর ফোন থেকে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে টাকা না পেয়ে পিটিয়ে হত্যার পর রাতেই মিঠুর লাশ একটি বাড়ির খড়েরগাদার নিচে ফেলে রাখা হয়। এমনকি হত্যাকাণ্ডের পরের দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে যখন মিঠুর লাশ উদ্ধার করতে যাচ্ছিল পুলিশ, তখনো মুক্তিপণের টাকা চাচ্ছিল অপহরণকারীরা।
মামলার বাদী মিনু আক্তার সাংবাদিকদের জানান, ঘটনার তিন দিন পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, হত্যাকাণ্ডের ক্লু পাওয়া গেছে। খুব শিগগিরই জড়িতরা আইনের আওতায় আসবে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ, র্যাবসহ আইনসশৃঙ্খলা বাহিনির সদস্যরা কাজ করছেন।