নরসিংদীতে কীটনাশকের দোকানে আগুন, মালিক দগ্ধ
নরসিংদীর রায়পুরা উপজেলায় সার ও কীটনাশকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় দগ্ধ হয়েছেন দোকানের মালিক আবু সিদ্দিক। তাঁকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। উপজেলার লোচনপুর বাজারের খালেক সুপার মার্কেটে আজ রোববার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৫টার দিকে মুসল্লিরা নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সার ও কীটনাশকের দোকানে। এ সময় মুসল্লিদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে রায়পুরা ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা। এরপর ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে খবর পেয়ে কীটনাশকের দোকানের মালিক আবু সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে দোকান খুলতে যান। এ সময় দোকানের ভেতরে থাকা আগুন তাঁর শরীরে লেগে যায়।
রায়পুরা ফায়ার সার্ভিসের সদস্য মো. আজিজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।