নরসিংদীতে ট্রেন-পিকআপের সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর রায়পুরায় ট্রেন ও পিকআপের সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরার হাসনাবাদ রেল ক্রসিংয়ে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নেত্রকোনা পূর্বধলা উপজেলার কালিহর মাইজপাড়া গ্রামের চান মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহিন (২৭), ইব্রাহিম খানের ছেলে আনিস খান (২৬) ও আনারুল।
আহতরা হলেন—পিকআপচালক গোপালগঞ্জ জেলার সজিব ও নেত্রকোনার শাজাহান। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টি হচ্ছিল। পিকআপটি রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে নরসিংদীর দিকে ফিরছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী ইন্টারসিটি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল।
পিকআপটি আমিরগঞ্জের হাসনাবাদ রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসাপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত শাজাহান জানান, রায়পুরার রাধাগঞ্জ বাজারে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে ফিরছিলাম। এর মধ্যে দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী তারেক জানান, হঠাৎ বিকট শব্দে হলে দৌড়ে গিয়ে দেখি ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়েছে। ট্রেনটি চলে যাওয়ার পর পিকআপে থাকা চারজন ছটফট করছিল। দ্রুত তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাকি দুজন ঘটনাস্থলেই মারা যায়।’
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাদির বলেন, ‘ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন এবং পরে হাসপাতালে আরও দুজন নিহত হয়েছেন।’
নরসিংদী রেল পুলিশের এসআই ইমায়েদুল জাহেদী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। একই সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।