নরসিংদীর বাবুরহাটে কাপড়ের বাজারে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
নরসিংদী সদর উপজেলায় শেখেরচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় বাবুরহাট বাজারের শাড়ির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাটে আজ সাপ্তাহিক বন্ধ ছিল। বিকেলে বাজারের মধ্যে শাড়ির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী বাজার ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস থাকায় দ্রুত আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারে একটি শেডের প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন ডাম্পিংয়ের কাজ করছে।
এদিকে, বাজারে আগুন লাগার খবর শুনে ব্যবসায়ীরা বাজারে আসতে শুরু করে। তাঁরা তাদের দোকানের সামনে ভিড় জমাতে শুরু করে। তাদের সরিয়ে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হয়। বাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আবদুল হালিম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আমাদের আটটি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। বাজরের বাকি দোকানগুলো নিরাপদে আছে। আর আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।’