নাটোরে জোড়া খুনের ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ৫
নাটোরের সিংড়ায় জোড়া খুনের দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে নিহতদের পক্ষ থেকে পৃথক দুটি মামলায় ৬২ জনকে আসামি করা হয়।
নিহত রুহুল আমিনের ছেলে শাহীন বাদি হয়ে ৪২ জনের বিরুদ্ধে এবং নিহত আফতাব উদ্দিনের ছেলে আব্দুল ওহাব বাদি হয়ে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও তার আগেই পুলিশের অভিযানে রবিউল, আলী হাসান ঠান্ডু, জুয়েল, হাবিল ও নাজিম উদ্দিন গ্রেপ্তার হন।
আজ মঙ্গলবার বিকালে গ্রেপ্তার ব্যক্তিদের নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে গত রোববার রাতে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ও আওয়ামী লীগকর্মী রুহুল আমিন নিহত হন।