নাটোরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১১ মার্চ) জেলার আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজ।
বিদ্যুৎ, কৃষি উপকরণ, তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ মানববন্ধন আয়োজন করে নাটোর জেলা বিএনপি।