নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার, চাচাতো ভাই আটক
নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোর (১৫) তাঁর ছয় বছর বয়সী চাচাতো ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ১২টার দিকে একটি ভুট্টা ক্ষেত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লুকিয়ে রাখা বিস্কুট খেয়ে নেওয়ার জন্য গতকাল রোববার ওই কিশোর তাঁর চাচাতো ভাই হাবিবকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ প্রথমে নিজেদের নির্মাণাধীন বাড়িতে লুকিয়ে রাখে। সন্ধ্যার পর হাবিবের লাশ পাশের একটি ভুট্টা ক্ষেতে ফেলে দেয় সে।
এরই মধ্যে সন্তানকে না পেয়ে হাবিবের পরিবারের লোকজন অভিযুক্ত কিশোরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ের সে হত্যার ঘটনা স্বীকার করে। পরে খবর পেয়ে গতকাল সোমবার রাত ১২টার দিকে পুলিশ গিয়ে স্থানীয় একটি ভুট্টা ক্ষেত থেকে হাবিবের লাশ উদ্ধার করে। এরপরই অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ।