নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক
সিরাজগঞ্জে নজরুল ইসলাম নুরু (২২) নামে এক নির্মাণশ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে।
আটকরা হলেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন ছাত্রলীগের পাঠাগারবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন ও শিয়ালকোল ইউনিয়ন যুবলীগের সদস্য বুলবুল শেখ।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়ালকোল ইউনিয়নের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, নজরুল একজন নির্মাণশ্রমিক। তিনি রাতে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পৌঁছলে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রিকশার গতিরোধ করে।
দুর্বৃত্তরা নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহউদ্দিন ফারুকী বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।