নিহত ২ অটোরিকশাচালকের পরিবারকে আর্থিক সহায়তা পুলিশের
ময়মনসিংহে ঈদের দিন ভোররাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত অটোরিকশাচালক সাদেক আলী ও হাবিবুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার (২ মে)সকালে পুলিশ সুপার কার্যালয়ে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার এক লাখ টাকার চেক তুলে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁইয়া।
আর্থিক সহায়তার চেক দেওয়ার সময় পুলিশ সুপার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াবার মানবিক দায়িত্ব পালনে পুলিশ কখনও পিছ পা হয় না। যেখানেই মানবিকতার উদ্ভব হবে সেখানেই পুলিশ এগিয়ে আসবে—এই চেতনাবোধ নিয়েই সব সময় পুলিশ মানুষের পাশে দাঁড়াবে।’
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন।