নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমাম হাসিম (২৫)। হাসিম সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার কাছিম উদ্দিনের ছেলে। সৈয়দপুর জিআরপি থানা পুলিশ এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিলাহাটি থেকে খুলনা গামী মেইল ট্রেনে কাটা পড়ে মারা যায় সে।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের বাবার বরাত দিয়ে ওসি জানান, নিহত হাসিম রেলস্টেশনে বাদাম বিক্রি করত।