নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নীলফামারীতে ভটভটির ধাক্কায় আবু তালহা নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের ভাটারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। তালহা ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কচুকাটা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আহিদুল ইসলাম জানান, তালহাকে নিয়ে রাস্তার ধারে তার বোন লিপি আক্তার বসে ছিল। এমন সময় একটি ভটভটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় ছয় মাস বয়সী শিশু তালহা।
এ ঘটনায় স্থানীয়রা ভটভটিচালক ইব্রাহিম মিয়াকে আটক করে। ইব্রাহিম সদরের রামনগর ইউনিয়নের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) শাহারুল ইসলাম জানান, ভটভটিচালক ইব্রাহিম পুলিশ হেফাজতে রয়েছেন। বিকেলে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।