নেত্রকোনায় আগুন কেড়ে নিল চার কৃষকের সর্বস্ব
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অগ্নিকাণ্ডে চার কৃষক পরিবারের চারটি বসতঘর, ধান-চালসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ঘর ও অন্যান্য মালামালের অনুমানিক মূল্য চার লাখ টাকা। গতকাল বুধবার বিকেলে উপজেলার যোগীমারা গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রান্নাঘর থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন জয়হরি সরকার, জয়হরি সরকারের দুই ছেলে টিটু সরকার ও নিরেশ সরকার এবং নিখিল সরকার।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহম্মেদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়ায় ওই পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। তাই তাদের জন্য সরকারি বরাদ্দের ঢেউ টিন ও নগদ টাকা সহায়তা দেওয়া হবে।