নেত্রকোনায় নৌকাডুবিতে মৃতদের পরিবারকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
নেত্রকোনার কলমাকান্দার রাজানগরের গুমাই নদীতে নৌকাডুবিতে মৃত ১০ জনের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। দুর্ঘটনায় মৃত ১০ জনের মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরের নয়জন ও নেত্রকোনা সদরের একজন।
গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন শেষে আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবারও বিতরণ করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আরো কয়েকজন নিখোঁজ রয়েছে। সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। নিহত ১০ জনের পরিবারকে নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘সকালে খবর আসে সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগরের অনেক মানুষ নৌকাডুবির ঘটনায় মারা গেছে। সঙ্গে সঙ্গে ধর্মপাশার মধ্যনগরে রওনা হই। ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলি। ঘটনাটি খুবই মর্মান্তিক। বালুবাহী বলগেটের চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর ফিটনেসবিহীন নৌকার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।