নেশার টাকার জন্য স্ত্রীকে জবাই
ঢাকার ধামরাইয়ে নেশার টাকার না পেয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ বিকেলে নেশার টাকা না পেয়ে নিজ বাড়িতে স্ত্রী ফাতেমা বেগমকে জবাই করে হত্যা করে মাদকাসক্ত স্বামী তামিম হোসেন। হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হন। এ সময় গ্রামবাসী গণপিটুনি দিয়ে তাঁকে পুলিশে হস্তান্তর করে।
পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ জানান, মাদকাসক্ত স্বামী তামিমকে আটক করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিল।