নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১২
সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকধারী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এই সুযোগে তালায় মলম পার্টি জোরদার হয়ে উঠেছে। তারা হাতুড়ি ও লোহার শাবল দিয়ে নিরীহ মানুষের ওপর হামলা করেছে।।
প্রথম ধাপে সাতক্ষীরার কলারোয়া ও তালার ২১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। এরই মধ্যে নৌকা প্রতীকের ও বিদ্রোহী প্রার্থী মাঠে নেমে আগাম প্রচারণা শুরু করেছেন।
আজ রোববার রাতে কলারোয়ার কেড়াগাঁছি ইউনিয়নের মাদ্রাসা মোড়ে নৌকার প্রার্থী ভুট্টোলাল গাইন ও তার সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হাবিল হোসেন ও মারুফ হোসেনের সংঘর্ষ হয়। এতে ভুট্টোলাল গাইনসহ ১২ জন গুরুতর আহত হন।
আহত ভুট্টোলাল গাইন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী প্রচার নিয়ে এই হামলা হয়েছে।’
অপরদিকে, বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা হাবিল হোসেন জানান, তার লোকজনের ওপর প্রতিপক্ষ হামলা করেছে। এতে দুই পক্ষের ১২ জন আহত হয়েছে। এ বিষয়ে তিনি আজ সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন।
এদিকে, গতকাল রোববার রাত ১০টার দিকে তালা উপজেলার খলিশখালিতে মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমান ও সবুজ সরদার প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আন্তঃজেলা ‘মলমপার্টি’র প্রধান সবুজ সরদার ও তার সহযোগী আলামিন সরদার, পারভেজ সরদার ও মাহমুদ সরদার হাতুড়ি ও লোহার রড নিয়ে মিজানুর রহমান সমর্থকদের ওপর হামলা করে। এই হামলায় গুরুতর আহত হন সজীব সরদার নামের এক যুবক। হামলা করে তাকে পুলিশ ক্যাম্পের মধ্যে ঠেলে পাঠিয়ে মলম পার্টির সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ওই ইউনিয়নের নৌকা প্রার্থী মোজাফফর রহমান জানান, প্রতিপক্ষের লোকজন তার সমর্থক সবুজ সরদারসহ অন্যদের ওপর ‘মলমপাটির্’ দিয়ে হামলা করিয়েছে। এ ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। আহত সজীব সরদারকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।