নড়াইলে আ.লীগ প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইলিয়াছয়াবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চণ্ডিনগর ঠিকাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্রোহী পদপ্রার্থী আনারস মার্কার মো. মনিরুজ্জামানের লোকজন এই ঘটনা ঘঠিয়েছে বলে দাবি করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাহ হোসেন। তিনি জানান, হামলায় তিনিসহ দলের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বড়নাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নাছির উদ্দিন মারামারির ঘটনা স্বীকার করে বলেন, ‘অফিসে থাকা কিছু চেয়ার টেবিল ভাঙচুর করা হযেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে।’