নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ৬
নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ১৮টি বড় চাকু, তিনটি ছোট চাকু, একটি হকিস্টিক, ১৪টি কাঁচি, নয়টি দা, পাঁচটি রামদা, দুটি চাপাতি, একটি কুঁড়াল, তিনটি মদের বোতল এবং পাঁচটি ঢাল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নফসের বিশ্বাসের ছেলে ইউপি সদস্য রাজু বিশ্বাস (৩২) ও কিসলু বিশ্বাস (৩৬), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২৭), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ মনির, জিলমান শেখের ছেলে শোয়েব শেখ (৩২) এবং মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল সরদার (৩৮)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব দেশীয় অস্ত্রসহ তাঁদের আটক করা হয়েছে। পরে তাঁদের কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।