নড়াইলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
নড়াইল সদরে ট্রাকচাপায় প্রতাপ বিশ্বাস (২৮) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলের চালক প্রতাপ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আদরকোটা গ্রামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইল অভিমুখী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রতাপ নিহত হন।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম শহীদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাকচালককে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।