নড়াইলে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নড়াইলে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল বিন শফিকের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক না পরার কারণে ১৮ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৮টি মামলা করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সবার সচেতনতা খুব দরকার। জেলা প্রশাসন থেকে মাস্ক বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করছি।’